স্বরাষ্ট্র মন্ত্রনালয় স্মারক নং-স্বঃমঃ(পু-৩)/পদ-৫/২০১০/১১২৭
তারিখ-২৬/১২/২০১১খ্রিঃ এবং পুলিশ হেডকোয়ার্টার্স স্মারক
নং-আরএন্ডএম/২৭-২০১০/১২৯৫(১০) তারিখ-২৯/১২/২০১১খ্রিঃ মোতাবেক নব গঠিত
আরআরএফ,রংপুর এর পদ সৃজনের মঞ্জুরী পত্র জারী করা হয় এবং ফেব্রুয়ারি/২০১২
হতে এর কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমঃ
আইন-শৃঙ্খলা রক্ষা ও জরুরী
ডিউটিতে নিয়োজিত করার জন্য প্রত্যেক রেঞ্জের নিজস্ব রেঞ্জ রিজার্ভ ফোর্স
(আরআরএফ) পরিচালিত হয়। সাধারণত রেঞ্জ ডিআইজি এবং তদুর্দ্ধ কর্তৃপক্ষের আদেশ
মোতাবেক আরআরএফ ফোর্স পরিচালিত হয়ে থাকে। তৎপ্রেক্ষিতে আরআরএফ,রংপুর এর
ফোর্স রংপুর বিভাগে প্রত্যেকটি জেলা পুলিশ’কে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে
সহায়তা, ভিভিআইপি’দের নিরাপত্তা ডিউটি, হরতাল ও অবরোধসহ জরুরী ডিউটিতে
সহযোগীতাসহ বাংলাদেশের যে কোন প্রান্তে চাহিদা মোতাবেক আইন-শৃঙ্খলা ডিউটিতে
সহযোগীতা করে থাকেন।
জনবলঃ
অ্যাডিশনাল ডিআইজি-০১, এসপি-০১,
অতিরিক্ত এসপি-০২, এএসপি-০৪, পুলিশ পরিদর্শক(নিঃ/সঃ)-১০, এসআই(নিঃ/সঃ)-৪০,
এএসআই(নিঃ/সঃ)-৯০, নায়েক-৬০, কনস্টেবল-৪৫০, প্রধান সহকারী-০১, উচ্চমান
সহকারী-০১, হিসাব রক্ষক-০১, ক্যাশিয়ার-০১, সাঁটলিপিকার কাম-কম্পিউটার
অপারেটর-০১, অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক-০৪, বিক্রয় সহকারী-০১,
ওজনদার-০২, বাবুর্চী(আউটসোর্সিং)-১০, এমএলএসএস(আউটসোর্সিং)-০১ ও সুইপার
(আউটসোর্সিং)-০৬ সর্বমোট-৬৮৭ টি জনবল মঞ্জুরী পাওয়া গেছে।
আরআরএফ,রংপুর
এর অফিসার/ফোর্স ২০১৩-২০১৪ অর্থ বছরে ৫ জানুয়ারি,২০১৪খ্রিঃ তারিখে
অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচন ও বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত ৪র্থ উপজেলা
পরিষদ নির্বাচন ডিউটি সুষ্ঠুভাবে সম্পাদন এবং তদুপলক্ষ্যে আইন-শৃঙ্খলা
ডিউটি সুষ্ঠুভাবে সম্পাদন করেছেন। তাছাড়া উক্ত সময়ে বিরোধী দলের ডাকা
বিভিন্ন অবরোধ ও হরতালের সময় আইন-শৃঙ্খলা রক্ষার কাজে আরআরএফ,রংপুর এর
অফিসার/ফোর্স বিভিন্ন জেলা পুলিশকে সহায়তা প্রদান করেছেন।
আর্থিক সংশ্লেষ(বাজেট) ও উন্নয়ন প্রকল্পসহ উল্লেখযোগ্যঃ
২০১৩-২০১৪
অর্থ বছরে রাজস্ব বাজেট এর অর্থায়নে পুলিশ বিভাগের নির্মাণ প্রকল্প
বাস্তবায়নের লক্ষ্যে কমান্ড্যান্ট, আরআরএফ,রংপুর এর সেমিপাকা ব্যারাক
বিল্ডিং(সিভিল সেনিটারী ও ইলেকট্রিকসহ) নির্মানের জন্য ৬৬,৬৯,৯৮৮/৭৬ টাকা
মাত্র বরাদ্দ পাওয়া যায় এবং উক্ত ব্যারাক এর নির্মান কাজ যথাসময়ে সম্পন্ন
হয়েছে
...