আইন-শৃঙ্খলা রক্ষা ও জরুরী ডিউটিতে নিয়োজিত করার জন্য প্রত্যেক
রেঞ্জের নিজস্ব রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) পরিচালিত হয়। সাধারণত রেঞ্জ
ডিআইজি এবং তদুর্দ্ধ কর্তৃপক্ষের আদেশ মোতাবেক আরআরএফ ফোর্স পরিচালিত হয়ে
থাকে। তৎপ্রেক্ষিতে আরআরএফ, রংপুর এর ফোর্স রংপুর বিভাগে প্রত্যেকটি জেলা
পুলিশ’কে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সহায়তা, ভিভিআইপি’দের নিরাপত্তা ডিউটি,
হরতাল-অবরোধ এবং জরুরী ডিউটিতে সহযোগীতাসহ বাংলাদেশের যে কোন প্রান্তে
চাহিদা মোতাবেক আইন-শৃঙ্খলা ডিউটিতে সহযোগীতা করে থাকেন।
ইহা ছাড়াও অত্র রেঞ্জে কেপিআই হিসেবে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অবস্থিত “কঠিন শিলা খনি প্রকল্প” এবং ০৯ নং হামিদপুর ইউনিয়নে অবস্থিত একমাত্র “ বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ” আরআরএফ, রংপুর এর ফোর্স দ্বারা নিরাপত্তা প্রদান ও আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সহায়তা করে থাকেন।