আমি ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রেঞ্জ রিজার্ভ ফোর্স ,রংপুরের অফিসিয়াল ওয়েবসাইটে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি-মাটি-মানুষের প্রাকৃতিক সরলতায় পরিপূর্ণ উত্তরাঞ্চলের এই জনপদ, রংপুর বিভাগে রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে গৌরবোজ্জ্বল ঐতিহ্যের সৃষ্টি করেছে বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁদের এই বীরত্মগাঁথা ও আত্মত্যাগকে।
স্বাধীনতার সূচনালগ্ন থেকেই বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে আমি রংপুর রেঞ্জের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সকল নাগরিক যাতে দ্রæত সময়ে কাঙ্খিত পুলিশি সেবা লাভ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
প্রথাগত পুলিশিং এর পাশাপাশি বর্তমানে তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশ ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রংপুর রেঞ্জ পুলিশ বিভিন্ন আধুনিক সেবা যেমন-অনলাইন জিডি, সাইবার মনিটরিং, জরুরী সেবা-৯৯৯, মডার্ন ক্রাইমসিন ম্যানেজমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত করে স্মার্ট পুলিশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্মার্ট এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভিশন-২০৪১ কে সামনে রেখে জনগণের আস্থা ও সার্বক্ষণিক তথ্যপ্রযুক্তি নির্ভর পরিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য রংপুর রেঞ্জ পুলিশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
মাদকের কুফল এবং ভয়াবহ পরিণামকে বিবেচনায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এ নীতির সাথে একাত্মতা ঘোষণা করে রংপুর রেঞ্জ পুলিশ প্রতিনিয়ত মাদক উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে আসছে, যা অব্যাহত থাকবে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ বর্তমান বিশ্বে একটি আলোচিত বিষয়। এই সন্ত্রাস ও জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। জঙ্গি, সন্ত্রাসী এবং যেকোন অপশক্তির অপরাধমূলক কর্মকান্ড দমনে রংপুর রেঞ্জ পুলিশ শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।
বর্তমান যুগে সরকারি ওয়েবসাইটের গুরুত্ব অপরিসীম। আমি আশা করছি এই ওয়েবসাইটটি রংপুর রেঞ্জ পুলিশের সাথে জনগণের তথ্যপ্রযুক্তি নির্ভর সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনে কার্যকরি ভূমিকা পালন করবে। এছাড়াও এই ওয়েবসাইট ভিশন ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে সহায়ক হিসেবে কাজ করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
সন্ত্রাস ও জঙ্গিবাদ বর্তমান বিশ্বে একটি আলোচিত বিষয়। এই সন্ত্রাস ও জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। জঙ্গি, সন্ত্রাসী এবং যেকোন অপশক্তির অপরাধমূলক কর্মকান্ড দমনে রংপুর রেঞ্জ পুলিশ শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।
বর্তমান যুগে সরকারি ওয়েবসাইটের গুরুত্ব অপরিসীম। আমি আশা করছি এই ওয়েবসাইটটি রংপুর রেঞ্জ পুলিশের সাথে জনগণের তথ্যপ্রযুক্তি নির্ভর সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনে কার্যকরি ভূমিকা পালন করবে। এছাড়াও এই ওয়েবসাইট ভিশন ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে সহায়ক হিসেবে কাজ করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
...